একসময় টুনি নামক একটি চড়ুই পাখি ছিল। যার অনেক কটি বাচ্চা ছিল, সে বাচ্চাদের নিয়ে একটি গাছে বাসা তৈরি করে থাকতো। কিন্তু তার বাচ্চারা মরতে জানতো না, টুনি তাদের অনেকবার উড়তে যাওয়া শেখানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি।
টুনির বাচ্চারা সব সময় কিচির-মিচির করে তাকে বিরক্ত করতো। একদিন টুনি তাদের বাচ্চাদের উড়তে যাওয়া শেখাবে বলে ঠিক করল। তার জন্য সেই বাচ্চাদের মাজ আকাশে নিয়ে গেল এবং সেখান থেকে ছেড়ে দিল। যখন দেখল বাচ্চারা পড়ে যাচ্ছে টুনি তাদের পিঠের উপরে বসিয়ে নিল। আবার কিছুক্ষণ পরে একইভাবে ছেড়ে দিল। এইভাবে তার বাচ্চারা উড়তে শিখে গেল এবং দিনের শেষে তারা তার মায়ের পেছনে উড়তে উড়তে ধীরে ধীরে বাসায় ফিরে আসলো।
নীতিকথা
অনুশীলন যে কোন কাজের সাফল্য এনে দেয়।